নাটোরে প্রায় ৫০ বছরের পুরাতন পরিত্যক্ত অবস্থায় একটি গ্ৰেনেড উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে নাটোর নবাব সিরাজ উদ দ্দৌলা সরকারী কলেজের গ্যারেজের পিছন থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবু সিদ্দিক ও নবাব সিরাজ উদ দ্দৌলা সরকারি কলেজ কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেলে শ্রমিকরা কলেজের গ্যারেজের পিছনে রাস্তায় সংস্কার কাজ করছিল। এ সময় রাস্তার কাজের জন্য খোঁড়াখুড়ির এক পর্যায়ে শ্রমিকরা মাটির মধ্যে একটি গ্রেনেড সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরে তারা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানায়। এরপর কলেজ কর্তৃপক্ষ বস্তুটি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেনেডটি ৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের। এটার আকৃতি দেখে মনে হচ্ছে বিস্ফোরনের জন্য হয়তো ফেলা হয়েছিল কিন্তু কোন কারনে তা বিস্ফোরন হয়। প্রায় ৫০ বছর এভাবে পড়ে থাকায় এর কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। তবুও গ্রেনেডটি নিয়ে পরিক্ষা নিরিক্ষা করা হবে।