নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ফেনসিডিল সেবনের সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন সহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল ও দুইটি ফেনসিডিলের খালী বোতল উদ্ধার করা হয়। আজ শনিবার সন্ধ্যার দিকে নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ডের ঝাউতলা মোড়ের একটি সেনেটারী দোকান থেকে ফেনসিডিল সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল ঝাউতলা মোড় এলাকার রাজু সেনেটারীর মালিক রাজু ইসলাম, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (পিয়ন) মামুনুর রশিদ ও শক্তি ফাউন্ডেশন এনজিও নাটোর জেলা শাখার ম্যানেজার পঙ্কজ মন্ডল।
স্থানীয়রা জানায়,ঝাউতলা এলাকার রাজু সেনেটারী নামে ওই দোকানে প্রতিদিন সন্ধ্যার পর থেকে বিভিন্ন স্থান থেকে মাদক সেবীরা এসে জড়ো হয়। দীর্ঘ সময় সেখানে মাদকের আড্ডা চলে। বিষয়টিতে এলাকার মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটায় এবং এলাকার পরিবেশ নষ্ট হয়। এলাকার পরিবেশ ও যুব সমাজকে রক্ষা করতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে ঘটনাটি গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ ওই রাজু সেনেটারী নামে দোকানটিতে নজরদারী শুরু করে সেখান থেকে ফেনসিডিল সহ দোকান মালিক ও আরো দুইজনকে আটক করে। আটককৃতদের শাস্তির দাবিও জানান তারা।
নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু সাদাদ জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২ নং ওয়ার্ডের ঝাউতলা মোড় এলাকার রাজু সেনেটারীতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সেখানে ফেনসিডিল সেবনরত অবস্থায় দোকান মালিক সহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় দোকান তল্লাশী করে আরো ৬ বোতল ফেনসিডিল ও ফেনসিডিলের খালি দুইটি বোতল উদ্ধার করা হয়েছে। পরে আটককৃতদেরকে ডোপ টেস্টের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর রবিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।