নাটোর জেলা জুড়ে ফ্রিজ নিয়ে অপপ্রচার চলছে। এতে করে করোনা আতংকের মধ্যে নতুন আতংক শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই এই গুজব ছড়িয়ে পড়ে।
নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, সকাল থেকেই গুজব রটে, সেনাবাহিনীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে ফ্রিজ ভেঙ্গে ফেলছে। তারপর ফ্রিজে রাখা জিনিসপত্র নিয়ে যাচ্ছে। কে বা কারা উদ্দেশ্যপ্রণিতভাবে গুজব রটিয়ে দিয়েছে। গুজব থেকে বিরত রাখার জন্য তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
একই কথা জানান বড়াইগ্রাম উপজেলার গণমাধ্যমকর্মী নাহিদুল ইসলাম। গুজবের সংবাদে অনেকেই ফোন করে এর সত্যতা জানতে চাইছে। তিনি আরও জানান, কোন স্বার্থন্বেসীমহল গুজব রটিয়ে জনসাধারণকে আতংকগ্রস্থ করে তোলার চেষ্টা করছে। গুজবে কান না দেবার অনুরোধ জানান তিনি। একই কথা জানান নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী।
নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, কোন বিষয় নিয়ে সন্দেহ সৃষ্টি বা জানার আগ্রহ থাকলে সরাসরি জেলা প্রশাসনে যোগাযোগ করবেন। এছাড়া গণমাধ্যমকর্মীরাও আপনাদের সঠিক তথ্য দেবে। ফ্রিজসহ যে কোন গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।