নাটোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সদর উপজেলার আওড়াইল সরকারী প্রথমিক বিদ্যালয় (বালক) ০৩-০১ গোলে গুরুদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের (মেয়েদের) উদ্বোধনী খেলায় সদর উপজেলার আওড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদসহ অন্যান্যরা। উল্লেখ্য এ টুর্নামেন্টে ৬ টি উপজেলার মোট ১২ টি দল অংশ নিবে। আগামী ৯ জানুয়ারী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।