নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদত্ত অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক শামীম আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গনের সুনাম আন্তর্জাতিক পরিমন্ডলে বিস্তৃত হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বর্তমান সরকারের প্রণীত পরিকল্পনা বাস্তবায়নের সুফল পাওয়া যাচ্ছে। ক্রীড়াসেবীদের প্রদত্ত অনুদান তাদের জন্য স্বীকৃতি আর সম্মানের প্রতীক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার জানান, ২০২১-২০২২ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে জেলার ১৮ জন অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের প্রতিজনকে মাসে দুই হাজার টাকা করে জনপ্রতি ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।