নাটোর প্রতিনিধি
নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফাজিলাতুন্নেছা মুজিব বালক বালিকা অনুর্ধ ১৭ গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ,যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু,জেলা ক্রীড়া সংস্থার জেলা সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল। খেলায় নাটোর সদর উপজেলার ৭ টি ইউনিয়নের অনুর্দ্ধ ১৭ বালক বালিকারা অংশ গ্রহন করবেন। উদ্বোধনী খেলায় কাফুরিয়া ইউনিয়ন বনাম দিঘাপতিয়া ইউনিয়নের বালকদের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলায় দুই দুই গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে গড়ায় খেলাটি। ট্রাইব্রেকারে ৩-১ গোলে কাফুরিয়া ইউনিয়নকে পরাজিত করে দিঘাপতিয়া ইউনিয়ন।