নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলালকে মারপিট ও কার্যালয় ভাংচুরের মামলায় সিরাজুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে স্থানীয় কিছু ব্যক্তি মাঝগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে গিয়ে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নাম ব্যবহার করে গরীব দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালের ৫০ ভাগ দাবি করেন। চেয়ারম্যান তা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা এলোপাথারি তাকে মারপিট ও তার কার্যালয় ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এঘটনায় চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বাদি হয়ে ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ রাতে বনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামী সিরাজুল ইসলামকে গ্রেফতার করে। পরে শুক্রবার দুপুরে সিরাজুল ইসলামকে আদালতে পাঠানো হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।