নাটোর প্রতিনিধি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মোনাজাতের মধ্যে দিয়ে নাটোরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কান্দিভিটায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন মুক্তিযুদ্ধ এবং ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা এবং দোয়া করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ সহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।