নাটোর প্রতিনিধি: নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বরের বার লাইব্রেরি কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট আশরাফুল ইসলাম মৃধা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শামীমা সুলতানা দীপ্তি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মাহমুদুল আরেফিন, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গোলাম আক্তার জাকির, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার প্রমুখ। সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কে আরো গতিশীল এবং শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।