নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ দোয়া ও আলোচনার মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভূমি উপমন্ত্রী ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ,জেলা মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হক, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় দুলু বলেন, “২০১৮ সালের নির্বাচনে বিএনপি নেতা-কর্মীরা বাাঁশ ঝারের নিচে গিয়ে, ধানের জমির মধ্যে গিয়ে পালিয়ে থেকেছে। আগামী সংসদ নির্বাচন ওই ধরনের নির্বাচন আর বাংলাদেশের মাটিতে হবে না। আগামী দিনে গুন্ডাবাহিনী দিয়ে বিএনপি নেতা-কর্মীদের তাড়াবেন ওই ভোট হবে না। আগামী সংসদ নির্বাচন হবে তত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধিনে । যে নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ গ্রহণ করতে পারবে। যে নির্বাচনে এ দেশের মানুষ তার নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্ভয়ে ধানের শিষে ভোট দিতে পারবে সেই ভোট হবে। আগামী নির্বাচন শেখ হাসিনা বা এই সরকারের অধিনে আগামী দিনে কোন নির্বাচন হবে না, হবে না, হবে না।”