নাটোর প্রতিনিধি: তিন দফা দাবীতে নাটোরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোরের কালেক্টরেট ভবনের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে তারা জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এইট স্মারকলিপি প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি সেলিম চৌধুরী,সহ সভাপতি ডিনার হোসেন, সাধারন সম্পাদকনাজমুল হোসেন। মানবন্ধনে বক্তারা তাদের তিন দফা দাবী পড়ে শোনান। তাদের দাবীগুলো হলো, অধস্তন আদালতের কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান , সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রনালয়ের ন্যায়যোগ্যতা ও জ্যেষ্টতার ভিত্তিতে প্রতি ৫ বছর অন্ত অন্তর পদোন্নতি/উ”চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা , অধস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়েগ বিধিমালা প্রনয়ন করতে হবে।