নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের বিভিন্ন বন্যা দূর্গত আশ্রয় কেন্দ্রে ঘুরে প্রায় ২২০টি বানভাসি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মাস্ক ছাড়া মানুষ দেখলেই তাদেরকে সারজিক্যাল মাস্ক পরিয়ে দেন সংগঠনটির কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন “মানবিক প্রচেষ্টায় নাটোর”এর প্রধান উদ্যোক্তা, সমাজ সেবক, বিডিইএমআর মেডিকেল সফটওয়্যার কোম্পানির কান্ট্রি ডাইরেক্টর, এস আর এ আইটি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার, বিভিন্ন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা সুবির বর্ধন মুন, পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলিমউদ্দিন প্রাং, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজল কুমার, ৪. ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান শাহজালাল, ৫, নবাব সিরাজ উদ -দৌলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট রবিউল ইসলাম, নাটোর ব্লাড ডোনার গ্রুপের সদস্য অমৃত সরকার ও মিঠুন আলি সহ গন্যমান্য ব্যক্তিগন।
এ সময় সুবির বর্ধন মুন জানান, আজকে এই আয়োজন তাদের চলমান কর্মসুচীর অংশ।
করোনা কালিন সময় ছাড়াও অসহায় খাদ্যহীন মানুষের পাশে দাঁড়াতে তাদের সংগঠনটি কাজ করে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়য়েছে। তারই ধারাবাহিকতায় বন্যা দূর্গতদের পাশে দাঁড়াতে ছুটে এসেছেন তারা। সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের এই মানব সেবায় অংশগ্রহণ। এই সংগঠনটির অধিকাংশ সদস্য ছাত্র, তাই অধিকাংশ অর্থ জোগান দেন প্রতিষ্ঠাতা সুবীর বর্ধন মুন। আগামীতেও খাদ্যহীন মানুষের খোজ পেলেই সেই মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া সহ উপার্জনে উৎসাহিত করার কাজটা চলমান থাকবে তাদের, এছাড়াও দেশের মানুষের পাশে থাকতে চান তারা। দেশের সকল সামর্থবান মানুষকে তাদের পাশে এসে দাড়ানোর আহবান করেন তিনি।