নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক মোহম্মদ রজব আলী নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার তেবারিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রজব আলী বাগাতিপাড়ার সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই উপজেলার ফাগুয়ারদিয়ার গ্রামের বাসিন্দা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে তিনি বাড়ী থেকে মোটরসাইকেল যোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অফিসিয়াল কাজের জন্য নাটোরে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের তেবারিয়া এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায় এবং চালক রজব আলীর মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাটি দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল ঘটনাস্থলেই রয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম বাসের নিচ থেকে মোটরসাইকেলটি বের করার পর বাসটি থানায় নিয়ে আসা হবে বলে জানান পুলিশ।