নাটোরে বাড়ীর ছাদের বাগানে পানি দিতে গিয়ে পিছলে পড়ে মানিক উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের উত্তর পটুয়াপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত মানিক উদ্দিন নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম নিহতের পারিবারের সদস্যরা জানান, শনিবার সন্ধ্যার দিকে মানিক উদ্দিন তার নিজ বাড়ীর ছাদে তার তৈরী ফুল বাগানে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবসত হঠাৎ পা পিছলে ছাদ থেকে পাশের স্বনিভর সমবায় সমিতির (বাগান বাড়ীর) প্রাচীরের উপরে পড়ে যায়। এতে মানিক উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান। এ সময় তার আত্মচিৎকার ও শব্দের কারনে বাড়ীর অন্য সদস্যরা এবং স্থানীয়রা এগিয়ে আসে। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় সদর হাসপাতালের চিকিৎকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । সেখানে থেকে এম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সহ জেলা প্রশাসকের সকল কর্মকর্তা ও কর্মচারী শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।