নিজস্ব প্রতিবেদক
নাটোর শহরের আলাইপুর এলাকাস্থ জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে নাটোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ আমিনুল হক । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম , সদস্য সচিব রহিম নেওয়াজ , আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আনু সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সভায় নাটোর জেলা বিএনপি’র সকল উপজেলার মেয়াদ উত্তির্ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এ সময় আগামী ২৯ তারিখের রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল সহ আগামী দুই মাসের মধ্যে সকল কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখ্য উক্ত জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য প্রদান করেন সাবেক ভূমি উপমন্ত্রী ও কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।