নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি ও ডামি নির্বাচনের সংসদ ভেঙ্গে নতুন নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি। আজ শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে দলের নেতা-কর্মি কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মহিলা দলের সভাপতি সুফিয়া হক। বিক্ষোভ ও সমাবেশে জেলা বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন গত ৭ জানুয়ারী ডামী নির্বাচন করে শেখ হাসিনা দেশকে কালি মাখিয়েছেন। সেই ডামি নির্বাচন দেশের সাধরন জনগন সহ বিদেশিরাও প্রত্যাখান করেছে। এ সরকার শুধু প্রশাসন ও ভারতের উপর ভর করে ক্ষমতা দখল করে আছে। আজ দ্রব্যমূল্যর যে দাম তা সাধারন জনগনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। দেশ ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। তাই এই সরকারের পতন ঘটানো ছাড়া কোন উপায় নেই। সাধারন জনগনকে নিয়ে বিএনপির নেতাকর্মিরা এই সরকারকে উৎক্ষাত করেই ঘরে ফিরবে।