নিজস্ব প্রতিবেদকঃ
১০ দফা দাবী বাস্তবায়নে ৪ ফেব্রুয়ারী রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নাটোরে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক এ. এইচ. এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু , সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল থেকে উঠতে হলে দেশের জনগনকে জেগে উঠতে হবে তবেই দেশকে এ অবস্থা থেকে টেনে তুলা সম্ভব। এজন্য দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।