নিজস্ব প্রতিবেদক:
তেল,গ্যাস,বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়েরর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতা- কর্মিরা। মিছিলটি সামনের দিকে এগুতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দলীয় কার্যালয়ের সামনেই সমবেত হয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ,বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, সেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, যুবদলের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ প্রমুখ। এ সময় বক্তারা নিত্য প্রয়োজনীয় দব্রের মুল্য কমানোর দাবী করেন আর তা না হলে এই সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগের জন্য হুশয়ারী দেন।