নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালে লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে নাটোরে জেলা বিএনপি শোক র্যালি করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। পরে তারা সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবিন্দ। এ সময় বক্তারা বলেন এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে গেছে । এজন্য এখন তারা বিএনপির শান্তিপূর্ন পদযাত্রায় নির্বিচারে মানুষ হত্যা শুরু করছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার না দেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। এই সরকারে অধিনে তারা কোন নির্বাচনে যাবে না। তাদের দিয়ে কোন নির্বাচন নিরপেক্ষ হবেনা। তারা ভোট চুরির সার্টিফিকেট পাওয়া সরকার।