স্টাফ রিপোর্টারঃ
বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে নাটোরে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা করা হয়। এরআগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক,সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু,বিএনপি নেতা রহিম নেওয়াজ। এ সময় বক্তারা বলেন, দুর্বার আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকার পতন ঘটানো হবে। সেই দিন আর বেশী দুরে না। আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভুমি উপমন্ত্রী এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।