নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিএনপি ঘোষিত ১০ দফা দাবী এবং রাষ্ট্র কাঠামো মেরামতের বিশ্লেষনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু , রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের সকল নেতা-কর্মিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বর্তমান সরকারকে আন্দোলনের মাধ্যমেই পদত্যাগ করতে বাধ্য করা হবে। এজন্য দলের সকল নেতা-কর্মিদের সজাগ থাকতে হবে। যেকোন সময় বেগম জিয়ার নির্দেশ পেলেই আমাদের সরকার পতনের আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। এটাই এখন আমাদের উদ্দ্যেশ্য এই সরকারকে পতন করিয়ে আমাদের দেশের জনগনের জন্য বিএনপির সরকার গঠন করা।