নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিদ্যালয়ের পাশেই মহাসড়কে ট্রাকের চাপায় গুরুতর আহত হয়েছে রুস্তম আলী নামের এক শিক্ষক। আহত শিক্ষককে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত রুস্তম আলী নাটোর শহরতলীর পিটিআই মোড় এলাকাস্থ পারভীন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় শিক্ষকের মোটর সাইকেলটি দুমড়ে মুচরে যায়। নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক ও বিদ্যালয়ের শিক্ষকরা জানান, পারভিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুস্তম আলী বিদ্যালয়ের জরুরী কিছু অফিসিয়াল কাজ শেষে বাজার থেকে মোটর সাইকেল যোগে বিদ্যালয়ে ফিরছিল। পথে বিদ্যালয়ের পাশেই পি টি আই মোড় এলাকায় সড়ক পারাপরের সময় রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় মোটর সাইকেলটি দুমড়ে মুচরে যায়। এতে মোটর সাইকেল চালক শিক্ষক রুস্তম আলী গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শিক্ষককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হলেও চালক পালিয়ে গেছে।