নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে ছাপাখানা মালিক ওয়াজেল হোসেন বিপ্লবের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নাটোর শহরের পৌর এলাকার আলাইপুর মহল্লায় এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে শহরের পৌর এলাকার আলাইপুর মহল্লার মৃত আহমদ আলীর দুলুর ছোট ছেলে ওয়াজেল হোসেন বিপ্লব বাড়ির পাশে সড়কের ধারের গাছ থেকে সজিনা পাড়তে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থললেই মারা যান তিনি।