নাটোর প্রতিনিধি:
নাটোরে বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপন বন্ধের দাবীতে মানবন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোরের সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকবৃন্দের আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, সৈয়দ মোস্তাক আলী মুকুল, রফিকুল ইসলাম নান্টু,খালিদ বিন জালাল বাচ্চু,বাবুল চৌধুরী সহ অন্যান্যেরা। এ সময় বক্তারা বলেন, ডিজিটাল কারচুপির জন্য সরকার এনালগ মিটার থেকে ডিজিটাল মিটার প্রতিস্থাপন করেছে। প্রতিস্থাপনের পর থেকে ভুতুরে বিল গ্রাহকদের ধরিয়ে দিয়ে হয়রানী করছে। এখন শুরু করেছে এই স্মার্ট প্রি পেমেন্ট মিটার। যা ব্যবহারের জন্য আগেই গ্রাহকদের টাকা জমা দিতে হবে। নেসকো লিঃ এর এমন নির্দেশ তারা মানবে না। এই মিটার প্রতিস্থাপন বন্ধ করা হোক। নেসকো লিঃ নাটোর এর আওতায় ২৮ হাজার গ্রাহক রয়েছে সেই সকল গ্রাহকদের সাথে প্রতারনা বন্ধ করার দাবী জানান। এই মিটার প্রতিস্থাপন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন তারা। এছাড়াও মানববন্ধন থেকে প্রতিদিন বিভিন্ন কর্মসুচি পালন করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য গতকাল মঙ্গলবার নাটোরে এই প্রি পেমেন্ট মিটার স্থাপনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।