নাটোরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য খবির উদ্দিন শাহ, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বিএনপি নেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন। তারা বলেন, বর্তমান সরকারের সময় তাদের বিভিন্ন কর্মসূচি পালনে পুলিশ দিয়ে বাধা দিয়ে তাদের দলকে দূর্বল করতে চেষ্টা করছে। কিন্তু তাদের সে চেষ্টা বৃথা। তারা বর্তমান সরকারের গুম,খুন,দূর্নীতি ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে এই সরকারকে উৎখাত করতে দলীয় নেতা-কর্মীদের একত্রিত হওয়ার আহবান জানান।