নাটোর প্রতিনিধি:
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে
এন্টিবায়োটিকের অপব্যবহার রোধ করার লক্ষ্যে নাটোরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভবনের সামনে ফিরে আসে। পরে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, এন্টিবায়োটিকের অপব্যবহার বিশ্ব ব্যাপী ১০টি শীর্ষ স্বাস্থ্য হুমকির অন্যতম। প্রতিবছর এন্টিবায়োটিকের অপব্যবহারের ফলে ১২ লক্ষ ৭০ হাজার মানুষ মারা যাচ্ছে। ২০৫০ সালে মৃত্যুর সংখ্যা বেড়ে হবে এক কোটি মানুষ। ঐ সময়ে আর্থিক ক্ষতির মূল্যমান হবে ১০০ ট্রিলিয়ন ইউএস ডলার। তাই এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। এই লক্ষ্যে পরিচ্ছন্নতার স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে। চিকিৎসক এবং ফার্মাসী পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খামার পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রাখতে হবে।
এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে সরকার আইন প্রণয়নের উদ্যোগও গ্রহন করেছে বলে বক্তারা উল্লেখ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মাহফুজা খানম, কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. ইয়াছিন আলী, মেডিকেল অফিসার ডা. রাসেল, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
ঔষধ প্রশাসন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম জানান, বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অভিভাবক পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের জন্যে কমিক শো’ আয়োজন করা হয়েছে। এছাড়া ফার্মাসীগুলোতে সচেতনতা অভিযান পরিচালনা কার্যক্রম জোরদার করা হয়েছে।