নাটোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল শহরের মাদরাসা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অপরদিকে জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধন এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে একই স্থান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের হরিশপুর এলাকায় শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা দুইটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরীফুন্নেসা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।