নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বৃদ্ধ অটো রিক্সা চালককে অটো থেকে মারধর করে নামিয়ে নির্যাতন করলেন নাটোর সদর থানার উপ-পরিদর্শক মাহমুদ হোসেন। পরে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ চালককে অটো রিক্সায় তুলে পাঠিয়ে দেয়। আর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেম ছড়িয়ে পড়ে আজ। এমন ঘটনা ঘটলেও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এখনো কোন ব্যাবস্থা নেয়নি জেলা পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ছবিতে দেখা যায়। সোমবার রাত পৌনে ১০ টার দিকে নাটোর শহরের নীমতলা এলাকায় নাটোর থানার উপ-পরিদর্শক মাহমুদ মোটরসাইকেলে একজন বোরকা পরিহিত নারীকে নিয়ে এসে থামেন। এ সময় স্টেশন বাজার থেকে ছায়াবানী মোড়ের দিকে আসা একটি অটোরিক্সাকে থামান উপ-পরিদর্শক মাহমুদ। পরে পুলিশ কর্মকর্তা মাহমুদের সাথে কথা বলে অটোরিক্সাতে উঠে যায় ওই নারী। পুলিশ কর্মকর্তা মাহমুদও তার মোটরসাইকেলটি ঘুড়িয়ে নেওয়ার প্রস্তুতি নেয়। মুহুর্তেই উপ-পরিদর্শক মাহমুদ মোটরসাইকেল থেকে নেমে বৃদ্ধ অটো চালকে তার অটো রিক্সা থেকে টেনে হেচড়ে নামিয়ে সড়কের পাশে ড্রেনে ফেলে দেয়। এরপর সেখানে বৃদ্ধকে মারধর করা হয়। পরে সেখানে লোকজনের উপস্থিতি বাড়তে থাকলে পুলিশ বোরকা পরিবহিত নারীকে অটো রিক্সায় তুলে দিলে চালক তাকে নিয়ে চলে যান।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ বলেন, অটোরিক্সা চালক ওই নারীর হাত ধরেছিলো বলে পুলিশকে মৌখিক অভিযোগ করেছিলেন তাই পুলিশ সেখানে যায়। তবে সেখানে মারধরের কোন ঘটনা ঘটেনি।