নিজস্ব প্রতিবেদক:
বর্তমান দেশে বিভিন্ন ষড়যন্ত্র কারি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নাটোরে মশাল মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মিরা। আজ রবিবার সন্ধ্যার পর নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে তারা। মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে তারা সেখানে এক সমাবেশের আয়োজন করে।সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ ওবায়দুল্লাহ, পিয়াস আহমেদ, রেজা, রাব্বানি আব্দুল্লাহ আল নোমান সহ সাধারন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন,এই দেশকে নিয়ে এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্বৈরাচারকে তারা পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। দেশের মানুষকে আবার অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো ফ্যাসিবাদ কায়েম করার ষড়যন্ত্র চলছে। যেকোন ষড়যন্ত্র রুখে দিবে ছাত্র জনতা। কোন ষড়যন্ত্রই বাংলাদেশকে ধ্বংস করতে পারবেনা।