নিজস্ব প্রতিবেদক:
শরীর সুস্থ্য ও সতেজ রাখতে প্রাতঃভ্রমন সহ শরীর চর্চ্চার বিকল্প নাই। বর্তমান প্রেক্ষাপটে শরীর চর্চ্চা বা প্রাতঃভ্রমন বিষয়টি মানুষজন দুরে সড়িয়ে রেখেছে। সবাই যান্ত্রিক জিবন যাপন করছেন। এর ফলে মানুষজন অল্পতেই অসুস্থ্য হয়ে পড়ছে। সেই একঘেয়ামী যান্ত্রিক জিবন থেকে মানুষকে বের করে আনতে এবং সুস্থ্য ও সতেজ জিবন যাপন করতে নাটোরে ভোরের পাখি হেলথ ক্লাব প্রাতঃভ্রমন এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৬ টায় নাটোর শংকর গোবিন্দ চৌধুরি ষ্টেডিয়ামে এই ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঞা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান , সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান সহ সরকারী, বেসরকারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে তারা স্টেডিয়ামের চার পাশ ঘুরে প্রাতঃভ্রমন করেন। এ ছাড়াও সেখানে প্রাতঃভ্রমন শেষে নিয়মিত শরীর চেকআপ করার ব্যাবস্থাও রয়েছে।