নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ভোর থেকে স্বস্তির বৃষ্টিতে ঈদ আনন্দ স্তিমিত হয়ে পড়েছে। আজ মঙ্গলবার ভোর ৫ টা থেকে হঠাৎ করেই এই বৃষ্টি শুরু হয়। গতকাল সোমবার রাত পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও হঠাৎ এই মেঘের সৃষ্টি হয়। করোনার প্রাদুর্ভাবের কারণে গত দুই বছর মানুষ ঈদগাহ ময়দানে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পারেনি। ফলে এবার সবাই আশা করেছিল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবে। কিন্তু ভোর থেকে জোর বৃষ্টিপাত শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি চলতেই থাকে। এই বৃষ্টিতে খনতাপ কমলেও ঈদ আনন্দ স্তিমিত হয়ে পড়ে। সকাল সাড়ে ৭ টায় শহরের কেন্দ্রীয় মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাইকে ঘোষণা দিয়ে ১৫ মিনিট বিলম্বে একটি মাত্র জামাতে মানুষ ঈদের নামাজ আদায় করেন। বৃষ্টির মধ্যে মানুষ ছাতি মাথায় দিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। বৃষ্টির কারণে শহরের রাস্তাগুলো ছিল অনেকটা ফাঁকা।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, গত পরশু রাতে ঝড়ো হাওয়ায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সাজসজ্জা কিছুটা বিধ্বস্ত হয়ে পড়লেও মেয়র মহোদয়ের তাৎক্ষণিক ব্যবস্থায় সবকিছু আবারও ঠিক করা হয়েছিল। কিন্তু আজ ভোর থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় মানুষ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে পারেনি।