নাটোর প্রতিনিধি:
মূল্য তালিকা না থাকায় নাটোরে ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে এই ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ শাওন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ শাওন জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের অনন্ত মন্ডলের চালের দোকানে ও রবিউল করিমের আযম ভ্যারাইটি ষ্টোরে কোন মূল্য তালিকা দেখতে পাওয়া যায়নি। এতে ভ্রাম্যমান আদালতের বিচারে অনন্ত মন্ডলের দুই হাজার টাকা ও রবিউল করিমের আযম ভ্যারাইটি ষ্টোরে তিন হাজার টাকা জরিমান করা হয়। পরে বিভিন্ন ব্যবসায়ীকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রিতে মূল্য তালিকা রাখতে ও পণ্যের অতিরিক্ত দাম না নেওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়।