নিজস্ব প্রতিবেদক:
নাটোরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের পিতা মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সিংড়া উপজেলার খেজুরতলা স্কুল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মেসার্স হাবিল ট্রেডার্স আগপাড়া শেরকোল একাদশ বনাম জুনিয়র স্পোটিং ক্লাব ঢাকোপাড়া একাদশ অংশ গ্রহন করে। খেলার নির্ধারিত সময়ে কোন পক্ষের কোন গোল না হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। সেখানে তিন তিন গোলে পূনরায় ড্র হয়। পরে আবার ট্রাইবেকারে গেলে মেসার্স হাবিল ট্রেডার্স আগপাড়া শেরকোল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন ট্রফি হাতে তুলে নেয় জুনিয়র স্পোটিং ক্লাব ঢাকোপাড়া একাদশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক,উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর শেখ,সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।
উল্লেখ্য ট্রুনামেন্টটি ২০১৯ সালের ২২ নভেম্বর শুরু হলেও করোনা মহামারির কারনে বন্ধ ঘোষনা করেন কতৃপক্ষ। পরবর্তিতে আজ শুক্রবার ফাইনাল খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন কতৃপক্ষ। খেলায় জেলার মোট ১৬ টি দল অংশ গ্রহণ করেন।