নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মহাসড়ক পার হওয়ার সময় অটো রিক্সার ধাক্কায় আইয়ুব আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যার দিকে শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের কান্দিভিটা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আইয়ুব আলী ওই এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬ টার দিকে শহরের কান্দিভিটা বটতলা এলাকায় পায়ে হেটে সড়ক পার হচ্ছিলেন আইয়ুব আলী। এ সময় দ্রুত গতির একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।