নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জীবন ইসলাম নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার জংলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জীবন ইসলাম সদর উপজেলার একডালা মেন্দিতলা এলাকার হযরত আলীর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নাটোর সদরের জংলী এলাকার একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করত জীবন। সন্ধ্যার পরে কাজ শেষে বাড়ীতে ফিরছিল জীবন। রাত ৮টার দিকে জংলী এলাকার খলিল মৃধার ইট ভাটার সামনে পৌঁছালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক্টর চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।