নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদক মামলায় ইছাহক আলী ছিটন নামের এক মাদক ব্যাবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন। দণ্ডপ্রাপ্ত ইছাহক আলী লালপুর উপজেলার উধান পাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ লালপুর উপজেলার উধান পাড়া গ্রামের ইছাহক আলীর শরীর ও বাড়ীর বিভিন্ন স্থানে তল্লাশী করে ৭৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ইছাহক এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় তিন বছরে সাক্ষী গ্রহণ ও শুনানি অন্তে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত ইছাহক আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে দন্ডপ্রাপ্ত ইছাহক আলীকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।