নাটোরে মাদক সেবনের অপরাধে ৯ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক। রবিবার নাটোরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে এই সাজা প্রদান করা হয়। সাজা প্রাপ্তরা হলেন, বাগাতিপাড়ার পেরাবাড়িয়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে আকতার হোসেন লিমন (৪৬), মৃত কান্দু গহিনের ছেলে জিয়াউর রহমান (৪৫), গাওপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে শাহিন আলী (৩৫), লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়ার মৃত জয়েন উদ্দিনের ছেলে জমির আলী (৫৫), করিমপুর গ্রামের লেদু প্রামানিকের ছেলে আবুল কালাম (৫২), কুমারহাটি গ্রামের জবান উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫০),পুকন্দু গ্রামের মৃত ইছমুদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৪৯), গোসাইপুর গ্রামের হাসেম মন্ডলের ছেলে ইলিয়াস আলী মন্ডল (৪১), শোভ গ্রামের করিমের ছেলে কাদের (৫৮)।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি এস,এম, জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার লালপুর ও বাগাতিপাড়ার বিভিন্নস্থানে অভিযান চালায় র্যাবের একটি অপারেশন টিম। অভিযানকালে মাদক সেবনের অপরাধে ৯ জন মাদক সেবীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মদ জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ তাছমিনা খাতুনের আদালতে হাজির করা হলে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করে। পরে বিচারক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর জব্দকৃত মদ ধ্বংসের নির্দেশ দেন।