নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী হালিমা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৮ টার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের তেলকুপি মাদ্রাসা পাড়া এলাকার হালিমার বাড়ী বাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হালিমা খাতুন ওই এলাকার খোকন মন্ডলের মেয়ে ও তেলকুপি ফোরকানিয়া মাদ্রাসার ছষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ছিল। তবে পরিবারের দাবী হালিমা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি স্থানীয়রা রহস্যজনক বলে দাবী করছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, সন্ধ্যার দিকে বাড়ীতে হালিমাকে একা রেখে তার বাবা ও মা তাদের বড় মেয়ের বাড়ী বনবেলঘরিয়া গ্রামে যায়। এরপর তারা বাড়ীতে ফিরে এসে বাড়ীটি অন্ধকার অবস্থায় দেখতে পায়। পরে তারা হালিমাকে ডাক দিলেও তার কোন সাড়া শব্দ পায়না। কিছুক্ষন পর হালিমার ঘরের লাইট জ্বালিয়ে মেয়ের খোঁজ করতে দেখতে পায় তার মেয়ে ঘরের তীরের সাথে গলায় রশি প্যাচানো অবস্থায় ঝুলছে। এ সময় চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে হালিমার ঝুলন্ত মরদেহটি নিচে নামায়। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।