নিজস্ব প্রতিবেদক:
নাটোরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরণ করা হয়েছে। নির্যাতনের শিকার ছাত্রটি বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশান) আবু সিদ্দিক জানান, এর আগে সদর উপজেলার গৌরীপুর মেহেরুল্লাহ হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার বলাৎকার করে একই মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষক শাহাদৎ হোসেন। অপরাপর বিবাদীরা বলাৎকারের ঘটনায় সহযোগিতা করে। এক পর্যায়ে ঐ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বলাৎকারের শিকার ওই ছাত্রের অভিভাবকের মামা নাজিম উদ্দিন খাঁ এর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন গৌরীপুর গ্রামের তাহের মুন্সির ছেলে মোজাম্মেল এবং তার সহোদর উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক মোফাসছের মাস্টার,অর্জুনপুর গ্রামের মৃত ছবের আলীর ছেলে খলিলুর রহমান,গৌরীপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আব্দুল আওয়াল,অর্জুনপুর গ্রামের আলিমুদ্দিন শিকদারের ছেলে আব্দুর রহমান শিকদার।