নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাটোরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে হরিশপুর জেলা পুলিশ লাইনস্ এর ড্রিল শেডে এই সংবর্ধনা প্রদান করা হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩০ জন পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পিবিআই পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের ফুল এবং উত্তরীয় পরিয়ে দিয়ে বরণ করে নেওয়াা হয়। পরে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে এবং বিভিন্ন দাবি দাওয়া উল্লেখ করে বক্তব্য রাখেন উপস্থিত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা । পুলিশ সুপার লিটন কুমার সাহা মুক্তিযোদ্ধাদের সমস্যাগুলোর সমাধান করার আশ্বাস দেন।