নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ১৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। গ্রেফতারকৃতরা হলেন, আলামিন হীরা, সাখাওয়াত হোসেন এবং নির্মল সরকার।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া মোটরসাইকেলের মামলা দায়ের হয়। এরপর বড়াইগ্রাম থানা পুলিশ মোটরসাইকেলগুলো উদ্ধারে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে গত ৬ মার্চ প্রথমে অভিযুক্ত চোর আলামিন হীরাকে শনাক্ত করে তাকে বড়াইগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। হীরার দেয়া তথ্য মতে অপর দুইজন সাখাওয়াত এবং নির্মল সরকারকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় মোটরসাইকেল চুরি করে কম দামে বিভিন্ন স্থানে বিক্রি করতো। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।