নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে একটি ছিনতাইকৃত মোটর সাইকেল সহ আটক করেছে পুলিশ। গত কাল রাতে নাটোরের বাগাতিপাড়া ,রাজশাহী ও পাবনা থেকে তাদের আটক করা হয়। এ সময় ছিনতাইকৃত একটি সুজুকি জিকজার এসএফ মোটর সাইকেল উদ্ধার করা হয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিং এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২৪ ফেব্রুয়ারী কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যায় থানার বিষ্ণুদিয়া গ্রামের মেজবাউল হক ও তার স্ত্রী শিরিন সুলতানা দম্পতি মোটর সাইকেল যোগে রাজশাহীর বাঘা যাচ্ছিলেন। পথে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পকেটখালী পুলিশ ক্যাম্পের সামনে একদল ছিনতাইকারী রাস্তায় দড়ি দিয়ে তাদের পথরোধ করে মারধর করে মোটরসাইকেল সহ নগদ টাকা ,মোবাইল ফোন ও সোনার গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে শিরিন সুলতানা বাদী হয়ে অজ্ঞাত ৪ জনের নামে একটি এজাহার দাখিল করেন। এই ঘটনার পর পুলিশ ছিনতারীদের আটক ও মোটরসাইকেল উদ্ধারে নামে পুলিশ। এরই এক পর্যায়ে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালাম ও আফজাল হোসেন নামে দুইজনকে রাজশাহীর আড়ানী বাজার থেকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে বাগাতিপাড়ার জামনগর গ্রাম থেকে লালচাঁন নামে আরেকজনকে আটক করা হয়। এ সময় লালচাঁনের দেওয়া তথ্যমতে পাবনার ঈশ্বরদীর নিজ বাড়ী থেকে আজমকে আটক ও মেজবাউলের ছিনতাইকৃত মোটর সাইকলেটি উদ্ধার করা হয় এবং ছিনতাইকাজে জড়িত থাকার অভিযোগে রাজশাহীর চারঘাট থেকে রাসেল নামে আরো একজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধীক মামলা রয়েছে। পরে আটকৃতদের আদালতে সোপর্দ করা হয়।