নিজস্ব প্রতিবেদক:
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্য নিয়ে মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শ্লোগান দিয়ে নাটোরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। মৎস্য সপ্তাহ উদ্বোধনের প্রথম দিন আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করেছে নাটোর মৎস্য অধিদপ্তর। সংবাদ সম্মলনে অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শরিফুন্নেসা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম,স্থানীয় সরকারের উপ পরিচালক গোলাম রাব্বানী,জেলা মৎস্য অফিসার জাহাঙ্গীর আলম,নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন,সাধারন সম্পাদক বাপ্পী লাহিড়ী,সিনিয়র সাংবাদিক রনেন রায়,হালিম খান,জুলফিকার হায়দার জোসেফ সহ জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা। সংবাদ সম্মলনে জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম জেলার মৎস্য সম্পদ সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন। পরে উপস্থিত সাংবাদিকদের মধ্যে মৎস্য সম্পদ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মৎস্য কর্মকর্তা।