নাটোরে ৬ জন মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স যক্ষ্মা রোগী সনাক্ত করা হয়। যার মধ্যে চিকিৎসায় এক জন রোগী সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করে। অবশিষ্ট ৫ জনের মধ্যে এক জনকে পাওয়া যায়নি। অবশিষ্ট ৪ জন চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া গত ১০ মাসে জেলায় ৯২৫ জন নতুন রোগী সনাক্ত করা হয়েছে। নাটোরে চিকিৎসায় আরোগ্যের হার ৯৫ ভাগ। বৃহস্পতিবার শহরের আলাইপুর এলাকায় একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজনে নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুর রহমান চিনুর সভাপতিত্বে এক মত বিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম, বক্ষব্যাধি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ আজিজা সুলতানা, নাটাব রাজশাহী অঞ্চলের মাঠ কর্মকর্তা রবিউল আমিন প্রমুখ। বক্তারা নতুন করে যক্ষ্মা রোগী সনাক্তকরণে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম ও বক্ষব্যাধি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ আজিজা সুলতানা। মত বিনিময় সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।