নাটোর প্রতিনিধি: নাটোরে হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস ও বৈদ্যুতিক পিলারবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক মোহম্মদ আলী নিহত হয়েছে। এ সময় ট্রাক ও বাসের আরো অন্তঃত ৫ জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গাজীর বিল এলাকায় এই দূর্ঘটনায় ঘটে। নিহত মোহম্মদ আলী টাঙ্গাইলের মির্জাপুরের পঞ্চগড় গ্রামের ইসাহাক আলীর ছেলে। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ান আহমেদ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের সাথে বিপরীতমুখি বৈদ্যুতিক পিলার বহনকারী একটি বড় ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরো অন্তঃত ৫ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে এবং নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।