নিজস্ব প্রতিবেদক:
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নাটোর শহরের ফুলবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ সোহাগ ও একই এলাকার আবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান।
রাজশাহী বিভাীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর পারভিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিভাীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি জানতে পারেন কুড়িগ্রাম থেকে যাত্রীবাহী খান স্পেশাল পরিবহনে গাঁজা পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে নাটোর শহরের ফুলবাগান এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে চেকপোষ্ট বসায় তারা। এ সময় কুড়িগ্রাম থেকে নাটোরমুখি খান স্পেশাল যাত্রীবাহী বাসটি সেখানে পৌছালে তারা বাসটির গতিরোধ করে তল্লাশী চালায়। তল্লাশীকালে বাসের দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তাদের কাছে থাকা ছোট দুইটি কেবলের ববিনের মধ্যে অভিনব কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার সহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।