নিজস্ব প্রতিবেদক:
কেক কেটে নাটোরে যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার রাতে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধূরী জলি, স্থানীয় দৈনিক নাটোরের খবরের সম্পাদক আকরামুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন,সিনিয়র সাংবাদিক এটিএনের নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ,এন টিভির স্টাফ রিপাের্টার হালিম খানসহ নাটোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধূরী জলি ও স্থানীয় দৈনিক নাটোরের খবরের সম্পাদক আকরামুল ইসলাম বলেন, দীর্ঘ ১৪ টি বছর অতিক্রান্ত করেছে যায়যায়দিন পত্রিকা। এই দীর্ঘ সময়ে সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি যায়যায়দিন পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।