নিজস্ব প্রতিবেদক:
নাটোরে যুবতীকে অপহরন, ধর্ষণ ও অশ্লীল কাজে বাধ্য করার অভিযোগে ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। এ সময় একজনকে খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুর রহিম এই আদেশ দেন। মামলার রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তরা অনুপস্থিত ছিলেন। তারা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
মামলা সুত্রে জানা যায়,২০২০ সালের ২৪ অক্টোবর ভিকটিম বাড়ী থেকে বের হলে কয়েকজন অপহরণকারী একটি মাইক্রোতে করে তুলে নিয়ে যায় পাবনা জেলার দিকে। পরে তারা একটি নির্জন বাড়ীতে নিয়ে গিয়ে আটকে রাখে ধর্ষন করে। কয়েককদিন পর জোড় করে বিয়ে করে ভিকটিম যযুবতীকে। এরপর তাকে দিয়ে বিভিন্ন স্থানে দেহ বিক্রির জন্য পাঠায় তারা। এরই এক পর্যায়ে কৌশলে পালিয়ে নাটোরে ফিরে আসে ওই যুবতী। এ ঘটনায় ভিকটিমের বাবা আব্দুস সালাম বাড়ী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ১১ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক এই রায় ঘোষনা করেন। মামলার রায়ে উল্লেখ করা হয় যে দিন দন্ডপ্রাপ্তরা গ্রেফতার হবে সেদিন থেকে তাদের দন্ড কার্যকর হবে এবং জরিমানার অর্থ ভিকটিমকে দেওয়া হবে।