নাটোরে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮০তম জন্ম বার্ষিকী পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পূষ্প্যমাল্য অর্পন করেন দলের নেতা-কর্মীরা। পরে শেখ মনির আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা ও দোয়া করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের,যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল সাকিব বাকি, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা, জেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া ,সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব সহ জেলা,সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতা-কর্মিরা। বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে আয়োজন করা হয়েছে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।