নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলার যুব অধিকার পরিষদের সদস্য নুরসাদ প্রামানিকের হত্যার বিচার দাবীতে মানববন্ধনে হামলা করেছে আওয়ামীলীও ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে লাগলে ধাক্কা ও চর থাপ্পর দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাদের ব্যানার ও মাইক কেড়ে নিয়ে চলে যায় তারা। এরআগে জেলা যুব ও ছাত্র অধিকার পরিষদের ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আতাউল্লাহ, অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মেহেদি হাসান সহ দলটির নেতা কর্মীরা। এ সময় তারা যুব অধিকার পরিষদের সদস্য নিহত নুরসাদ প্রামানিকের হত্যাকান্ডে জরিতদের গ্রেফতার ও বিচার দাবী করেন।
উল্লেখ্য,গতকাল শনিবার সকালে নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকা থেকে নুরসাদ প্রামানিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।